Wellcome to National Portal

সাইলো অধীক্ষকের কার্যালয়, আশুগঞ্জ সাইলো, ব্রাহ্মণবাড়িয়া এর তথ্য বাতায়নে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যত সংস্কার সমূহের একটি প্রস্তাবনাঃ

 


(ক) আশুগঞ্জ সাইলোর বিএমআরই (BMRE) করণ/ সংস্কারকরণ: 

 

 

নির্মাণকাল থেকে অদ্যবধি ব্যবহারের কারণে এবং কারিগরী পরিবর্তন ঘটার জন্যে স্বাভাবিক ভাবেই সাইলোর মেশিনারিজের কার্যক্ষমতা হ্রাস পেয়েছে । স্থানীয়ভাবে কিছু কিছু অংশ মেরামত করা হলেও সামগ্রিকভাবে অত্র সাইলোর মেশিনারীজ ‍যুগোপযোগী প্রযুক্তির মাধ্যমে Upgrade করা হয় নাই। বর্তমানে সাইলোর কন্ট্রোলরুম, ব্যাগিং প্লান্ট , গোডাউন ও স্টোরসহ যান্ত্রিক ও বৈদ্যুতিক ওয়ার্কশপ BMRE (Balancing, Modernization, Rehabilitation and Expansion) এর আওতায় আনা আবশ্যক হয়ে পড়েছে। উল্লেখ্য যে, জেটি আনলোডার স্থাপন ও কনভেয়র ব্রীজ মেরামতের কাজ DPM এর আওতায় এনে Vigan, Belgium কে কাজ দেয়া হয়েছে। BMRE এর Technical Review সম্পন্ন হয়েছে। এমতাবস্থায়, দ্রুত BMRE করা সাইলোর জন্যে আবশ্যক হয়ে পড়েছে।

(খ) সাইলো অফিস ২য় তলায় উন্নীতকরণ

বর্তমানে সাইলো ভবনে সংস্থাপন শাখা, শস্য শাখা, অডিট শাখা, হিসাব ও বিল শাখাসহ মোট ০৭-০৮টি শাখা রয়েছে। স্থানের অপ্রতুলতার জন্যে দাপ্তরিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। তৎপ্রেক্ষিতে, সাইলো অফিস ভবনটি অন্যান্য সকল সাইলো অফিসের ন্যায় কমপক্ষে ২য় তলায় উন্নীতকরন অপরিহার্য হয়ে পড়েছে।

(গ) বাসভবন সংস্কার ও ডরমেটরী নির্মাণ:

মেইনটেন্যান্স ইউনিটের মাধ্যমে সকল বাসভবন মেরামত করা প্রয়োজন। সাইলোর দুই টি বাসভবন অত্যন্ত পুরাতন হওয়ায় ভবনের বিভিন্ন অংশ ভেঙ্গে পড়ে যাচ্ছে। তৎপ্রেক্ষিতে, ভবন ২ (দুই) টি ভেঙ্গে নির্মান করা প্রয়োজন। অন্যদিকে প্রায় ৮০ (আশি) জন ব্যাচেলর কর্মচারীদের জন্যে ১ (এক) টি ১ তলা বিশিষ্ট ডরমেটরী ভবন নির্মান অত্যন্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে।

(ঘ) আশুগঞ্জ সাইলো কম্পাউন্ডে ব্যবহৃত সকল লাইট সোলার প্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রনণকরণঃ     

আশুগঞ্জ সাইলো ৩৯ একর জায়গা বিশিষ্ট ৫০,০০০.০০০ (পঞ্চাশ হাজার) মে.টন ধারনক্ষমতা সম্পন্ন একটি সরকারি KPI ভূক্ত খাদ্য সংরক্ষণাগার। অত্র সাইলোতে নিরাপত্তাজনিত কারণে প্রতি রাতে প্রায় ২০০টি লাইট প্রজ্জ্বলিত থাকে। এতে প্রায়  5 KW বিদ্যুৎ ব্যয় হচ্ছে। বর্তমানে সারাদেশে বিদ্যুৎসাশ্রয়করণে আশুগঞ্জ সাইলোতে সকল লাইট সোলার প্যানেলের মাধ্যমে নিয়ে আসা যেতে পারে। এতে করে সামগ্রিকভাবে প্রায় ১২-১৫% বিদ্যুৎসাশ্রয় করা সম্ভব হবে।  

(ঙ) রেলপথ সংস্করণ: 

            বর্তমানে আশুগঞ্জ সাইলোর রেল সাইডিং তালশহর রেলস্টেশন হতে আশুগঞ্জ সাইলো পর্যন্ত প্রায় ৫.৭২ কি.মি রেল লাইনটির পাশে বিভিন্ন স্থানে Construction of R.C.C Bank protection wall,  R.C.C Ballast protection wall, RCC jacketting to pier of bridge, complete renewal of 3 (three) nos level crossing gate & Construction of drainage system at different points ইত্যাদি নির্মাণ  এবং গম বোঝাই হপার ওয়াগন নেওয়ার জন্য  লুপ  লাইন এবং ক্রসওভার লাইন করার জন্য ১.৭ কিঃ মিঃ লুপ লাইন করা প্রয়োজন।  

উপরোক্ত প্রস্তাবিত বিষয়াবলী বাস্তবায়ন হলে দেশের জনগণের (বিশেষ করে ঢাকাসহ চট্টগ্রামসিলেটময়মনসিংহ বিভাগের জনগণ) খাদ্য ঘাটতি পূরণে এবং দূর্যোগকালে দ্রুত খাদ্য সরবরাহে বিশেষ ভূমিকা রাখবে। সেই সাথে খাদ্য অধিদপ্তরের স্থাপনা আশুগঞ্জ সাইলোব্রাহ্মণবাড়িয়ার দৃঢ়তাকাজের গতি ও সুনাম বৃদ্ধি পাবে ।  


                                                                                                                                                                                                                                   

ধন্যবাদান্তে:

আশুগঞ্জ সাইলোর কর্মকর্তা/ কর্মচারীগণের পক্ষে

খন্দকার সেরাজুস সালেকীন

সাইলো অধীক্ষক

আশুগঞ্জ সাইলো, ব্রাহ্মণবাড়িয়া।